1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:২৮ অপরাহ্ন

বাজিমাত করল সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’

  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২৪ Time View

বলিউড সুপারস্টার সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান নিয়ে বহু দিন ধরে আলোচনা চলছিল।সিনেমাটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। ইতোমধ্যে সিনেমাটি দর্শক হৃদয় কেড়ে নিয়েছে। তবে কতটা ব্যবসাসফল হবে সেটি মূল্যায়ন করার সময় এখনও আসেনি।

শুরুটা দেখে মনে হচ্ছে আগামী দিনগুলোতে সিনেমা হলে ভিড় আরও বাড়বে। 

মুক্তির দুদিনে প্রায় ৪১ কোট ৫৬ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরান আদর্শ রোববার দুপুরে টুইটারে জানান, মুক্তির দিন সিনেমাটি আয় করেছিল প্রায় ১৫ কোটি ৮১ লাখ রুপি। দ্বিতীয় দিন শনিবার করেছে আরও ২৫ কোটি ৭৫ লাখ রুপি।দিন দিন সিনেমাটির আয় বাড়বে বলে মনে করা হচ্ছে।

সালমান খান রোববার ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। সঙ্গে এতে ভক্ত ও দর্শকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন দুই লাইন লিখে।

সিনেমা মুক্তির দুদিনে এমন কৃতজ্ঞতা প্রকাশ থেকে এমনটা ধরে নিলে ভুল হবে না যে, সদ্য মুক্তি পাওয়া ‘কেবিকেজে’ ব্যবসায় হয়ত ভালোই করছে।

দক্ষিণের জনপ্রিয় একটি সিনেমার এ রিমেকে সালমান শুধু অভিনেতা নন, প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন।

ফরহাদ সামজি পরিচালিত এ চলচ্চিত্রে সালমানের নায়িকা দক্ষিণের অভিনেত্রী পূজা হেগড়ে। তিনি ছাড়াও অভিনয়ে দক্ষিণী শিল্পীরা প্রাধান্য পেয়েছেন এ সিনেমায়।

জনপ্রিয় তামিল অ্যাকশন-কমেডি ছবি ‘বীরাম’ এর হিন্দি রিমেক হল ‘কিসি কা ভাই কিসি কি জান’।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com