মুহা. সফিক খান, বাকেরগঞ্জ।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ (ঝন্টু)।
বুধবার (১৯ এপ্রিল) বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকেল থেকে প্রায় ২ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া, সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেল হোসাইন, অমল চন্দ্র দাস শিবু, উপজেলা যুবলীগের সাধারণ ও কাউন্সিলর সম্পাদক মোকলেচুর রহমান, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম ডাকুয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় মো. মহিউদ্দিন আহমেদ (ঝন্টু) বলেন, এ বছর বিশ্বমন্দার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিলো কোনো ইফতার পার্টি আয়োজন করা যাবে না। তাই আমি ব্যক্তিগতভাবে কোনো ইফতার পার্টি আয়োজন না করে বাকেরগঞ্জের অসহায় মানুষের কাছে ঈদের উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছি।