বলিউড তারকা সালমান খানের প্রেমের বিষয় সবারই জানা। তার প্রেমিকার সংখ্যা একাধিক। বর্তমানে সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’ মুক্তির অপেক্ষায়। ছবিটির প্রচারে তিনি উপস্থিত হয়েছিলেন ‘দ্য কপিল শর্মা শোতে’।
সেখানে এক প্রশ্নের জবাবে সাবেক প্রেমিকাদের নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ভাইজান। ‘জীবন শেষ করে দিতেই জীবনে আসেন প্রেমিকারা’ মন্তব্য করেন এই তারকা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
‘দ্য কপিল শর্মা শোর’ উপস্থাপক কপিল শর্মা প্রশ্ন করেন সালমানকে, আপনাকে ‘জান’ বলার অধিকার কাকে দিয়েছেন?
উত্তরে সালমান বলেন, ‘জান’ বলার অধিকার এখনো কাউকে দিইনি। কারণ জীবন শেষ করে দিতেই জীবনে আসে প্রেমিকারা।
এই অভিনেতা আরও বলেন, প্রথমে ‘জান’ বলে ভালোবাসা দেখায়। আমি তোমার সঙ্গে থাকতে পেরে খুব ভাগ্যবান, আমি তোমাকে ভালোবাসি- এসব বলে। যখন দেখে আপনি তার প্রেমে পড়েছেন, তখন আপনার জীবনকে ধ্বংস করে দেবে।
বলিউড ভাইজান আরও বলেন, ‘জান’ হচ্ছে একটি অসম্পূর্ণ শব্দ। এর পরিপূর্ণ অর্থ হবে, প্রথমে তোমার জীবন নিয়ে নেব। তারপর আরেকজনের জীবন বানাব এবং পরে তার জীবনও নিয়ে নেব।’