বরগুনার পাথরঘাটার হরিনঘাটা পর্যটন কেন্দ্রের খাল থেকে মৃত হরিন উদ্ধার করা হয়েছে।বুধবার (১২ এপ্রিল) বিকেল ৫ টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন হরিনঘাটা পর্যটন কেন্দ্রের খালে স্থানীয়রা ভাসতে দেখে বনবিভাগকে খবর দিলে তারা উদ্ধার করে।
বন বিভাগের হরিনঘাটা বিট কর্মকর্তা মো. আল আমিন বলেন, হরিণঘাটা পর্যটন কেন্দ্রের পূর্ব দক্ষিণ এলাকায় বিষখালী নদীর পাশের খালে একটি হরিন ভাসতে দেখে বন বিভাগে খবর দিলে আমরা তাৎক্ষণিক ওই খাল থেকে মৃত পুরুষ হরিনটি উদ্ধার করি। ধারনা হয়তো হিংস্র প্রাণীর কামড়ে মৃত্যু হয়েছে। হরিণের শরিরে একাধিক জায়গায় কামড় দেখা গেছে।
তিনি আরও বলেন, প্রশাসনের নিদর্শনা মোতাবেক হরিনটি মাটিতে পুঁতে ফেলা হবে। এর আগেও চলতি বছরের ২০ মার্চ দুটি মৃত্যু হরিন উদ্ধার করে বন বিভাগ।