বরিশালের উজিরপুরে ১কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজান মোল্লা (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ এপ্রিল ) দুপুর ১২ টার দিকে বাহেরঘাট মজিবুর রহমান মোল্লার মুদি দোকানের পশ্চিম পাশ্বে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে ।
গ্রেফতার কৃত হলেন-উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের মৃত্য মোহাব্বত আলী মোল্লার ছেলে মিজান মোল্লা। এ ঘটনায় বিকেল পাঁচ টায় উজিরপুর মডেল থানায় এসআই খায়রুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে ।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার বাজার মূল্য চল্লিশ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন মাদক ব্যবসার সম্পৃক্ততার দায় স্বীকার করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল আহসান জানান, গ্রেফতারকৃত বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।