1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বরিশালে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার ওয়াদা আ.লীগ নেতার! ভিডিও ভাইরাল বরিশালে ফের মান্নার মনোনয়ন বাতিল বরিশাল সিটি নির্বাচনে নৌকার সমর্থেন বানারীপাড়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের গণসংযোগ বাসদ নেত্রী মনিষার বিরুদ্ধে বাড়ি ঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। আইইবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দিনাজপুর কেন্দ্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান অবৈধ করাতকল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী ————————————————————— ইমাম সাহেবরা আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি জঙ্গিবাদ- সন্ত্রাসবাদ প্রতিরোধে যথেষ্ট ভূমিকা রাখতে পারেন দিনাজপুরে বিএনপির অবস্থান কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান আসছে চঞ্চল অভিনীত তাকদিরের তেলেগু রিমেক লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের বাধা

ঝালকাঠি সদর হাসপাতালের সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস হাসপাতাল তত্বাবধায়কের

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৫২৩ Time View

মোঃ মনির হোসেন ঝালকাঠি :

ঝালকাঠি সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং হাসপাতালে যেসকল সমস্যা রয়েছে তা সমাধানে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শামীম আহমেদ। একটি জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালের সুনাম বৃদ্ধিতে সকলের সহযোগিতায় ঝালকাঠি সদর হাসপাতালের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) এক অধিপরামর্শ সভায় এ আশ্বাস দেন তত্বাবধায়ক।

অধিপরামর্শ সভায় সনাকের পক্ষ থেকে হাসপাতালের ডাক্তার সংকট, এক্স-রে ফিল্ম সংকট, দালালদের হয়রানি, হুইল চেয়ার বা ট্রলির সংখ্যা বাড়ানো, টয়লেটে নারী-পুরুষের আলাদা চিহ্নিতকরণ, হাসপাতালের ওয়েবপোর্টাল বা তথ্য বাতায়ন হালনাগাদ করা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র বিশেষায়িত মোবাইলভিত্তিক এপস্ (প্যাক্টঅ্যাপ) এর মাধ্যমে কমিউনিটি মনিটরিং এ প্রাপ্ত সমস্যাগুলো সভায় তুলে ধরে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সদস্যরা। যেসকল সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব নয়, তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতেও আহ্বান জানান তারা।

অধিপরামর্শ সভায় সনাকের পক্ষে নেতৃত্ব দেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ হেমায়েত হোসেন। সভায় উপস্থিত ছিলেন সনাক’র স্বাস্থ্য উপকমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম তালুকদার, কবিতা হাওলাদার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, এক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যবৃন্দ ও টিআইবি’র কর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com