ডেক্স রিপোর্ট :
ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের সামনে শনিবার বিকেলে সদর উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম, সদস্য, জেলা বিএনপি, ঝালকাঠি এবং কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসএম এজাজ হাসান, সভাপতি, উপজেলা বিএনপি, সদর উপজেলা, ঝালকাঠি।
এ সময় বক্তারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন শীঘ্রই কঠিন আন্দোলনের মধ্যদিয়ে সরকারের পতন ঘটানো হবে। তারা বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্যপণ্যের দাম কমানো এবং বেগম জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান। অনুরূপ কর্মসূচী নলছিটি উপজেলা বিএনপি স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বাধার কারণে করতে পারেনি। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। অপরদিকে জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলা বিএনপি শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচী পালন করে।