1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা-অন্তরা রেঞ্জের ফটোশুটে

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৪ Time View

পবিত্র ঈদুল ফিতর আর কিছুদিন পরেই উদযাপিত হবে। এখন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছে অনেকেই। এদিকে ফ্যাশন হাউজগুলোও ঈদ উপলক্ষে নান্দনিক সব ডিজাইনের পোশাকে সাজিয়েছে তাদের আউটলেট।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে লাইফস্টাইল ব্র্যান্ড ‘রেঞ্জ’ এনেছে নজরকাড়া ডিজাইন ও গুণগতমানের পোশাক। ঈদকে সামনে রেখে এবার রেঞ্জের ফটোশুটে অংশ নেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র সেই কাবিলা-অন্তরা।

৬ এপ্রিল বনানীর অথেন্টিক কাবাব রেস্তোরাঁয় রেঞ্জের পোশাকের ফটোশুটে অংশ নেন পলাশ ও ফারিয়া। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তাদের কাবিলা-অন্তরা চরিত্রে দেখা যায়। গৌতম সাহার কোরিওগ্রাফিতে প্রথমবার মডেল ফটোশুট করছেন পলাশ।

বিষয়টি নিয়ে পলাশ বলেন, প্রথমবার মডেল ফটোগ্রাফি করেছি। শুরুতে একটু নারভাস লাগছিল। কাজ করতে গিয়ে টেরই পাইনি কখন ফটোশুট শেষ করেছি। রেঞ্জের পাঞ্জাবিগুলো অনেক সুন্দর। তাছাড়া ওদের ডিজাইন আমার বেশ পছন্দ হয়েছে। কোরিওগ্রাফার হিসেবে গৌতম দাদাও বেশ ভালো। কাজটি ইনজয় করেছি।

লাক্স তারকা ফারিয়া শাহরিন বলেন, খুব বেশি কাজ করি না। অনেক বেছে বেছ কাজ করছি। রেঞ্জের ড্রেসগুলো অনেক সুন্দর। ডিজাইন এবং মানের দিন দিয়ে অসাধারণ। যে কারণেই কাজটি করা। এর মধ্যে দিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ভক্তরা কাবিলা ও অন্তরাকে একসঙ্গে পাবেন।

রেঞ্জ ফ্যাশন লিমিটেডের সিইও নাহিদুল ইসলাম জানান, এবারের ঈদে নতুন কালেকশনে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, কাবলি, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট ইত্যাদি।

এছাড়াও ঈদ আয়োজনে রয়েছে মেয়েদের পাশাপাশি শিশুদের জন্যেও এক্সক্লুসিভ সব পোশাক। বাবা-ছেলেদের কথা মাথায় রেখে রেঞ্জ এই ঈদে নিয়ে এসেছে এক্সক্লুসিভ কিছু কম্বো কালেকশন।

তিনি আরও বলেন, সব শ্রেণির ক্রেতার ক্রয়ক্ষমতা বিবেচনা করেই এবারের ঈদ আয়োজন করেছে রেঞ্জ। বরাবরের মতোই ঈদ আয়োজনে গুণগতমান ও ক্রেতার ক্রয়ক্ষমতার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, জিওমেট্রি, ট্রেডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে এবারের ঈদ আয়োজনে।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com