ডেক্স রিপোর্ট :
ঝালকাঠি পৌরসভার শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝালকাঠি সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে আজ ৫ই এপ্রিল বুধবার বিকেল ৩টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ এপ্রিল আতিকুর রহমান স্বপন (৩৮), পিতা: মৃত মজিবর রহমান, সাং: বিশাইনখান, ঝালকাঠি সদর, ঝালকাঠি কর্তৃক শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুনা খানম (৩৫) কে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন শামিম হোসেন শরিফ, সভাপতি (ভারপ্রাপ্ত), জেলা প্রাথমিক শিক্ষক সমিতি, ঝালকাঠি।
মানববন্ধনের বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মইন তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন খান সহ শিক্ষক নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, “হামলাকারী আতিক ভিকটিম রুনার দ্বিতীয় স্বামী ছিলেন। গত ১৮ জুলাই ২০২১ তারিখ তাদের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পরবর্তী সময়টাতে সংসারে সুখ ছিলোনা তাদের। ঘাতক অতিকুরের বিভিন্ন নারীর সঙ্গে বেআইনি সম্পর্কসহ মাদকাসক্ত হয়ে সংসারে অশান্তি সৃষ্টি করতো। এর ফলে গত ১৫ জুন ২০২২ তারিখ পারিবারিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতে ঘাতক আতিক ভিকটিমের উপর হামলা চালায়। তাই তারা উক্ত নিশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হামলাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।”
এ বিষয়ে ভিকটিমের বোন বাদী হয়ে ঝালকাঠি সদর ৪/৪/২৩ তারিখ থানায় মামলা দায়ের করেন মামলার নম্বর ২
অভিযুক্ত আতিকুর রহমান পুলিশ হেফাজতে রয়েছে।