1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন

বিয়ের পিঁড়িতে বসছেন সংগীতশিল্পী ঐশী

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৮ Time View

এবার বিয়ের পিঁড়িতে বসছেন ‘দুষ্টু পোলাপাইন’ খ্যাত মঞ্চ কাঁপানো গায়িকা ঐশী। ইতোমধ্যে সেরেছেন আংটিবদলের কাজ।

তবে ঈদের পরেরদিন বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করা হবে জানানো হয়। এই সংগীতশিল্পীর আরেকটা পরিচয় হলো তিনি একজন চিকিৎসক। গত বছর শিক্ষা জীবন শেষ করে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউ’র মেডিকেল অফিসার হিসেবে কাজও শুরু করেছেন তিনি।

রোববার (২ এপ্রিল) রাতে হয়ে গেল তার নতুন জীবনের প্রাথমিক সূত্রপাত তথা আংটিবদল। সুখবরটি নিশ্চিত করেছেন ঐশীর মা নাসিমা মান্নান।

তিনি জানান, চিকিৎসক ও শিল্পী ঐশীর হবু বরের নাম শাকিব। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রোববার রাতে হয়ে যায় আংটিবদলের আনুষ্ঠানিকতা।

তিনি আরও বলেন, ‘ওদের পরিচয় ছিল দুই আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম।

সে হিসেবেই অনেকটা হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

উল্লেখ্য, বিষয়টি বিস্ময়কর অথবা মুগ্ধতার। কারণ, ধারাবাহিক গান গাওয়া, প্রকাশ করা আর মঞ্চ মাতানোর পাশাপাশি ঐশী কোন ফাঁকে কঠিনতম এমবিবিএস পাস করেছেন সেটি অনেকেই টের পাননি। শহরের এম এইচ শমরিতা মেডিকেল কলেজ থেকে তিনি ২০২১ সালে চিকিৎসা বিদ্যার এই স্বীকৃতি লাভ করেন।

মাঝে এক বছরের প্র্যাকটিস সেশন শেষ করে গত বছরের ২ নভেম্বর যোগ দেন রাজধানীর শমরিতা হাসপাতালে। দায়িত্ব পান কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মেডিক্যাল অফিসারের।

সম্প্রতি ঐশী পর পর দুটি হিট গান উপহার দেন তার ভক্তদের। এর একটি ‘দুষ্টু পোলাপাইন’, অন্যটি ‘গাড়ির ম্যাকানিক’। গান দুটিতে যথাক্রমে মডেল হন বলিউডের দুই নায়িকা সানি লিওনি ও ওয়ারিনা হুসাইন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com