ডেক্স রিপোর্টঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী গ্রামে ৩ এপ্রিল রোজ সোমবার সকাল ১০:০০ টার সময় যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে স্থানীয় এতিমখানা ও অসহায় পরিবারের মধ্যে ২১৫ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ এর তত্ত্বাবধানে প্রধান অতিথি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল অসহায় পরিবার ও এতিমখানার শিশুদের মাঝে রমজানের উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য এই সংস্থাটির মাধ্যমে দেশের বিভিন্ন জেলার উপজেলা পর্যায়ে যেমন, চট্টগ্রামের রাউজানে ৩০০, ঢাকা হাজারীবাগ ৬৫০, পিরোজপুরের ভান্ডারিয়া ৪০০, বরিশালের বাকেরগঞ্জ ২১৫, বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০০ পরিবারের মধ্যে রমজানের উপহার খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহন করা হয়েছে।