1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
রবিবার, ১১ জুন ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং মুক্ত মঞ্চ স্থাপন করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নে মহানাম যজ্ঞানুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বরিশাল সিটি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে বসছে ক্যামেরা বরিশাল সিটি নির্বাচন: যান চলাচল ও অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা বরিশাল সিটি নির্বাচন: প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে নগরীতে কোনো বহিরাগত থাকবে না, বাড়ি বাড়ি তল্লাশি করা হবে: বিএমপি কমিশনার খুলনা-বরিশালে ৭২ ঘণ্টা বাইক চলাচল নিষেধ ভয়াবহ গতি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয় ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘শিরোনামহীন’ পোস্ট করে শিরোনামে তিন তারকা

গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১১ Time View

 বরিশালের গৌরনদীতে উপজেলা যুবদলের সদস্য মো. নাসরুল খলিফাকে (৩৭) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তিনি এখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি যুবলীগ কর্মীরা তাকে কুপিয়ে জখম করছেন।

নাসরুল খলিফার বড় ভাই গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা বরিশালটাইমসকে জানান, ‘আমার ছোট ভাই নামাজ পড়ে বাড়ির পাশে মানিকের দোকানে চা পান করছিল।

এ সময় স্থানীয় যুবলীগের কর্মী আলী আসগর খোন্দকারের নেতৃত্বে চার-পাঁচজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে নাসরুলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবরুদ্ধ করে রাখে।

পরে এলাকাবাসীর সহায়তায় রাত ১২টার দিকে মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, আহত অবস্থায় নাসরুল খলিফাকে পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য আমরা হাসপাতালে পাঠিয়েছি।

এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com