1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:১২ অপরাহ্ন

পল্লীশ্রী’র উদ্যোগে দিনব্যাপী হাড় জোড়া অর্থোপেডিক্স ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৬ Time View

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥

১৯ মার্চ রোববার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নে পুনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গণে ফ্রি সাধারন স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বাত ব্যথা, হাড় জোড়া, কোমর ব্যথা, হাড় ভাঙ্গা, অর্থোপেডিক্স এবং নাক, কান ও গলা রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় ২৫৬ জন দরিদ্র রোগীদের চিকিৎসা প্রদান করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন ও লেকচারার ডাঃ বিপুল চন্দ্র রায়, ডাঃ হেলারিউলস হেম্ব্রম। দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারামপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোকারম হোসেন। ক্যাম্পে চিকিৎসা প্রদানকালে চিকিৎসকগণ বলেন, সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন। নিয়মিত ঔষধ সেবন করলে দ্রুত সুস্থ্য হওয়া সম্ভব। প্রধান অতিথি রাজারামপুর ইউপি চেয়ারম্যান বলেন, বর্তমানে করোনা মহামারী থেকে রক্ষায় সরকারের স্বাস্থ্য বিভাগের সকল নির্দেশনা মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। মৌসুমি বায়ুর পরিবর্তন হচ্ছে তাই সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। ক্যাম্প বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আদিবা শারমিন ও রোজিনা খাতুন এবং স্বাস্থ্য কর্মীসহ সমাজ উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ ও পল্লীশ্রী রাজারামপুর ইউনিটের ঋণ ও আয়বৃদ্ধিমুলক কর্মসূচীর ইউনিট ম্যানেজার আবুল কালাম আজাদ

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com