ডেক্স রিপোর্টঃ
দিনাজপুরে সিভিল সার্জন এর পরিচয় ও স্বাক্ষর জালিয়াতি করে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া আশিকুর রহমান নামে এক প্রতারককে আটক করেছে কোতয়ালী থানা ও ডিবি পুলিশ।
রবিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় ।
এক কলেজ ছাত্রীর করা অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।
সরল বিশ্বাস কে কাজে লাগিয়ে বিভিন্ন কৌশলে মানুষের সাথে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে আশিকুর বিরুদ্ধে। সে বিভিন্ন মাধ্যমে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের নাম্বার সংগ্রহ করে চাকরির অফার দিয়ে আসছিল ।বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ জিন্নাহ আল মামুন।