বরিশালের গৌরনদীতে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ নারীসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবার শেষ বিকেলে ওই উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৫ জনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে নন্দনপট্টি গ্রামের খেলার মাঠে ক্রিকেটের নো-বল কল করাকে কেন্দ্র করে শাহিন মুন্সী নামে এক যুবকের সাথে তামিম মুন্সী নামে অপর যুবকের বাকবিতণ্ডা হয়। শাহিন মুন্সী তামিমকে মারধর করে।
এর জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় গ্রুপের সমর্থকরা রামদা, দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়।
এতে চাঁনমিয়া মুন্সী, তার স্ত্রী হাসিনা খানম, ছেলে তামিম মুন্সী, কন্যা লামিয়া আক্তার, অপরপক্ষের কামাল মুন্সী, রুবেল মুন্সী, সাহেদা বেগম ও সোনিয়া বেগম সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহত চাঁনমিয়া, হাসিনা, তামিম, কামাল ও রুবেলকে শেবাচিম হাসপাতালে এবং অপর ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, হামলা-সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করেত পারেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।