1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন

বরিশালের শারীরিক প্রতিবন্ধী ভক্তের স্বপ্ন পূরণ করলেন তামিম!

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩ Time View

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা শাহীন ফকিরের জীবনের স্বপ্ন ছিল প্রিয় খেলোয়াড় তামিম ইকবালের সঙ্গে সাক্ষাত করার ও কথা বলার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো। তামিমের সাক্ষাৎ পেলেন বরিশালের জন্মের পর পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে শাহীন ফকির!

শুক্রবার সন্ধ্যায় তামিমের আমন্ত্রণে গ্র্যান্ড সিলেট হোটেলে আসেন ১৮ ইঞ্চি উচ্চতার ত্রিশোর্ধ্ব যুবক শাহীন। সেখানে তামিম তাকে স্বাগত জানান এবং কিছুক্ষণ তারা কথা বলেন। শুধু তামিমই নয়; মুশফিকুর রহিমের সঙ্গেও দেখা হয়ে গেল তার।

শাহীন ফকির বরিশালের মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার স্বাবলম্বী যুবক। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হায়াতসার গ্রামের ফুলতলা বাজারে নিজের দোকান চালান তিনি।

পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা শাহীনের প্রিয় খেলোয়াড় বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম। শাহীনের স্বপ্ন ছিল—একদিন তামিমের সঙ্গে দেখা করবেন, মন খুলে কথা বলবেন—এটা ছিল তার অন্যতম স্বপ্ন।

সাক্ষাতে তামিম নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দিয়েছেন শাহীনকে। তামিমকে জড়িয়ে ধরে শাহীন বলেন, আমি বাংলাদেশের ক্রিকেটারদের সবাইকে পছন্দ করি। কিন্তু আপনি আমার সবচেয়ে প্রিয়। এরপর সাকিব আল হাসান।

পরে শাহীনের সঙ্গে আলাপচারিতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তামিম ক্যাপশনে লিখেছেন, ‘যত্নে থাকুন, আপনার যা আছে, তা-ই নিয়ে খুশি থাকুন। সর্বদা বলুন আলহামদুলিল্লাহ। আজ বরিশাল থেকে আসা এই ব্যক্তির সঙ্গে দেখা করে খুব ভালো লাগল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com