1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:১৩ অপরাহ্ন

শিশুদের ভাল বাসায় সিক্ত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৯ Time View

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রতিবছরের মতো এবারেও বরগুনার বেতাগীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট-বড় সব শিশুদের ভাল বাসায় সিক্ত হয়েছেন। শিশু সংগঠন ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ) শুক্রবার (১৭ মাচ) দিনবর বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় সাড়ম্বরে উদযাপন করে। বিকেল সারে ৫ টায় সংগঠনের আয়োজনে একটি সাইকেল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বালিকা বিদ্যালয় এন্ড কলেজে সংগঠনের সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ এ প্রতিপাদ্যে শিশুদের ভাল বাসায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় অংশ গ্রহন করেন, বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহীম, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার, ওয়াই মুভস প্রকল্পের কমকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইসরাত জাহান লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান মাহামুদ পিয়াল, শিশু সাংবাদিক (মেয়ে) তাকওয়া তারিন নুপুর, শিশু গবেষক (মেয়ে) তিশা ইসলাম, শিশু সাংসদ (মেয়ে) রাইসা ইসলাম, শিশু সাংসদ (ছেলে) আরিফুল ইসলামসহ অন্যান্য শিশুরা। পৌর এনসিটিএফ এর সভাপতি মাহামুদ হাসান অমিক,সাধারণ সম্পাদক মিম,সহ-সভাপতি বৃষ্টি ভলান্টিয়া সোহাগ খান যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার বিভাগীয় প্রধান ক্রিয়া ও সংস্কৃতি মোঃ আরিফুর রহমান সুজন প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে শিশুরা প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে এইদিনে শিশু সংগঠন ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ)‘র পক্ষ থেকে পৌর শহরের বঙ্গবন্ধু স্মৃতি স্কোয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com