1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন

এবার ইউক্রেনে ১৩টি যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা স্লোভাকিয়ার

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫ Time View

পোল্যান্ডের ঘোষণার মাত্র একদিন পর এবার দ্বিতীয় দেশ হিসেবে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিল স্লোভাকিয়া। খবর আলজাজিরার।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগের জানান, ইউক্রেনে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সরকার।  

দেশটি জানায়, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে ১৩টি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাবে স্লোভাকিয়া। 

এদিকে এসব যুদ্ধবিমান ধংস করে দেওয়ার হুমকি দিয়েছে ক্রেমলিন। 

এর আগে রাশিয়ার বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইউক্রেনকে এক ডজন মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে পোল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। 

তিনি বলেন, পোল্যান্ড আগামী কিছু দিনের মধ্যে সোভিয়েত-নির্মিত চারটি মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। বাকি যুদ্ধবিমানগুলো পরীক্ষার পর ইউক্রেনকে হস্তান্তর করা হবে। 

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ।

ন্যাটো জোটভুক্ত অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি প্রেসিডেন্ট দুদা। 

এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্তে এখনো একমত হতে পারছে না পশ্চিমা দেশগুলো। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com