ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের নতুল্লাবাদ ইউনিয়নের বীরকাঠি বাজারে বুধবার গভীর রাতে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে আওয়ামী লীগের অফিস সহ তিনটি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। স্থানীয়রা জানায় রাত একটার দিকে মোঃ রুবেল তালুকদারের মুদি দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝালকাঠি ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন বিদ্যুতের শর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত ।
আগুনে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।