সংক্ষিপ্ত সফরে বরিশালে এসেছেন বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
আজ বুধবার (১৫ মার্চ) বরিশালে সফরকালে দুপুর ৩ঃ৩০ টায় পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে পৌঁছালে আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানায় বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, বিপিএম-বার।
পরে আইজিপিকে হাউজগার্ড সালামী প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) সহ বরিশাল রেঞ্জ ও মেট্রো পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন সহ পুলিশের বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর।
পরে বিমানযোগে আজ তার বরিশাল ত্যাগ করার কথা রয়েছে।