প্রত্যন্ত অঞ্চলের নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও নারীবান্ধব বিপণন নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যে বরিশালের কাশিপুর নির্মাণ করা হচ্ছে ‘জয়িতা টাওয়ার’।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল নগরীর কাশিপুর (কলাডেমা মৌজা) এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘জয়িতা টাওয়ার’ নির্মাণে প্রতীকী মূল্যে ০.৫০ (একর) জমি অধিগ্রহণ করা হয়েছে। জয়িতা ফাউন্ডেশন পরিচর্যায় বিভাগের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তা উন্নয়নে বিকাশ সাধনের উদ্দেশে প্রয়োজনীয় ভৌত অবকাঠামোগত সুবিধার ব্যবস্থা রাখা হবে এ টাওয়ারে। বিভাগের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য ‘জয়িতা’ নামে একটি বিপণন কেন্দ্র চালু করা হবে।
সূত্র জানায়, এটি বর্তমান সরকারের নৈতিক ও আর্থিক সহায়তা পুষ্ট একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নারীদের বিভিন্ন মুখী ব্যবসা উদ্যোগে সম্পৃক্ততার জন্য উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা দেয়ার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করেবে। আত্ম-প্রত্যয়ী ও অদম্য নারীরা জয়িতা ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন ব্যবসার মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।