সম্রাট লিওন তালুকদারঃ
পটুয়াখালীর কুয়াকাটায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসচাপায় কমল দাস নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। কমল একজন ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, সকালে কমল মোটরসাইকেলযোগে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশে রওনা দেন। পথে নয়াপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, দুর্ঘটনার পর বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।