ডেক্স রিপোর্টঃ
ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার পাওতা গ্রামে সোমবার গভীর রাতে মাসুদ হাওলাদারের বসতঘরে সিদকেটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। মাসুদ হাওলাদার বলেন চোরেরা নগদ ৫০হাজার টাকা ও পাচ লিটার সোয়াবিন তৈল , ও দুটি স্যান্ডো গেঞ্জি নিয়ে গেছে।
এ বিষয় এলাকার মেম্বার আরিফ মল্লিক বলেন, এলাকাবাসী আতঙ্কিত এক সপ্তাহে ৭টি বাড়িতে সিদ কেটে চুরির ঘটনা ঘটেছে। আমরা এলাকাবাসীকে নিয়ে চুরি বন্ধের জন্য পাহারার ব্যবস্থা করছি। চেয়ারম্যান চৌকিদারকে জানানো হয়েছে এবং নলসিটি থানা পুলিশকে আমরা বিষয়টি জানিয়েছি।
চুরির বিষয় নলছিটি থানার ওসি আতাউর রহমান মুঠোফোনে বলেন আমাদের কাছে কোন অভিযোগ নেই ।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।