মনজুর সরকার, গাজীপুরঃ-
গাজীপুর মহানগর বাসন থানা দিন ১৫ নং ওয়ার্ড ভোগড়া পেয়ারা বাগান ফায়ার সার্ভিস অফিসের রাস্তার ইমারত সাহেবের বাসার সামনের রাস্তা থেকে ১৩/০৩/২৩ ইং সন্ধ্যা আনুমানিক ৬.০০ ঘটিকার সময় মোহাম্মদ সাখাওয়াত নামে সাড়ে ছয় বছরের একটি ছেলে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া মোঃ শাখাওয়াতের পিতা মোঃ জাফর আলী মাতা লাকি বেগম। তাদের বাচ্চাটি বাসার সামনে রাস্তার মধ্যে খেলারত অবস্থায় হারিয়ে গেছে। হারানো ছেলেটির গায়ের রং ফর্সা গায়ে পরনে ছিল জাম রঙের ফতুয়া আর পরনে ছিল সাদা রঙের পলেস্টার লুঙ্গি বাচ্চাটির উচ্চতা আনুমানিক ৩ ফিট ছেলেটি তার পিতা মাতার নাম বলতে পারে যদি কোন স-হৃদয়বান ব্যক্তি উক্ত বাচ্চাটিকে পেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে নিম্নে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে তার অসহায় পিতা মাতার কাছে তাদের সন্তান কে ফিরিয়ে দিবেন মোবাইল নাম্বার হচ্ছে ০১৭৩৩০৮৬৮৩২,০১৭৪৪৪০০৮৬২. ছেলেটির মা খুব অসহায় হয়ে পড়েছে এবং ছেলেটি হারানোর পর থেকে
কান্নায় ভেঙে পড়েছে যদি কোন স-হৃদয়বান ব্যক্তি
মাসুম বাচ্চাটিকে দেখে বা পেয়ে থাকেন তাহলে উপরে দেওয়া মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করে তার পিতা মাতার কাছে ফিরিয়ে দিবেন। হারিয়ে যাওয়া শাখাওয়াতের পিতা-মাতার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানা দিন। গাজীপুরে তারা বাসন থানাধীন ১৫ নং ওয়ার্ডের ভোগড়া পেয়ারা বাগান নামক স্থানের ফায়ার সার্ভিস অফিসের রাস্তার পাশাপাশি একটি ভাড়া বাড়িতে বর্তমানে থাকেন। হারিয়ে যাওয়া সাখাওয়াতের দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট।