1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:১৬ অপরাহ্ন

শাহরুখ-সালমান আবারও একসঙ্গে!

  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৬ Time View

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউডের দুই খানকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘পাঠান’ সিনেমায়। এর পরই অতীতের সব নজির ভেঙে হইচই পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফের সালমান ও শাহরুখ খানকে একসঙ্গে সুটিংয়ে দেখে অনুরাগীদের মাঝে শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে দুই তারকার যুগলবন্দিতে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।  

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই বিশ্বের ছবি ছিল ‘পাঠান’। এর পরও অনুরাগীদের জন্য রয়েছে খুশির খবর। দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবে ‘টাইগার ৩’-এ। এই বছর এপ্রিল মাসেই দুই অভিনেতাকে নিয়ে সাত দিন শুটিং চলবে মুম্বাইতে।

ছবির দৃশ্য নিয়ে চলেছে দীর্ঘ ভাবনাচিন্তা। শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া ও মহেশ শর্মা পরিকল্পনা সাজিয়েছেন ছ’মাস ধরে। দর্শকের জন্যও সেটি বড় উপহার হতে চলেছে বলে জানান নির্মাতারা।

সালমানের ছবি বহুদিন ধরে সাফল্যের মুখ দেখেনি। তবে সালমান-শাহরুখ এক হলেই অতীতের সব নজির ভেঙে আগের চেয়ে আরও সাফল্য আসতে পারে, এমনটিই ভাবছেন নির্মাতারা। 

দর্শক বলিউডের দুই মেগাতারকাকে একসঙ্গে দেখতে চাইছেন, এটুকু পাঠানের পর স্পষ্ট। ছবি সফল করার জন্য সেটিকেই ব্যবহার করতে চাইছেন তারা। তাই ‘টাইগার ৩’ নিয়ে বিশেষ যত্নবান হতে চাইছেন।

পাঠানের তুঙ্গ সাফল্যের পর শাহরুখ টুইটারে লিখেছিলেন, ব্যবসা নয়। একান্তই ব্যক্তিগত এই পাওয়া। দর্শকদের বিনোদন দেওয়াই তার কাজ বলে মনে করেন শাহরুখ। যারা ‘পাঠান’কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।  

দর্শকের বাড়তি পাওনা হতে চলেছে আরও একটি। ‘টাইগার ৩’ এ সালমানের সঙ্গে থাকছেন ক্যাটরিনা কাইফ। সহঅভিনেতা ইমরান হাশমি। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের দিওয়ালিতে। তার আগেই অবশ্য ঈদে আসছে সালমানের ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’। 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com