1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:১০ অপরাহ্ন

লালমোহনে ডোবা থেকে বাকপ্রতিবন্ধীর মৃতদেহ উদ্বার

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৪ Time View

 লালমোহনে ডোবা থেকে মোসা. স্বপ্না বেগম নামে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার লালমোহন ইউপির দক্ষিণ ফুলবাগিচা গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গৃহবধূ স্বপ্না ওই এলাকার দেওয়ান বাড়ির আলমগিরের মেয়ে।

গৃহবধূর বাবা আলমগীর বলেন, আমার মেয়ে স্বপ্না জন্মগতভাবেই বাকপ্রতিবন্ধী। বিগত প্রায় ১০ বছর আগে তাকে বিয়ে দেই। সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কয়েক মাস আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করে খাগড়াছড়িতে বসবাস করছে। এরপর থেকে স্বপ্না তার সন্তানদের নিয়ে আমাদের বাড়িতেই থাকতো। হঠাৎ গত রোববার (৫ মার্চ) থেকে স্বপ্নাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর থেকে তাকে অনেক খুঁজেছি।

তিনি আরো বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবারও খুঁজতে গিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে আমার ছেলে ও ভাতিজা, স্বপ্নার মরদেহ আমাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বাগানের মধ্যে ডোবায় দেখতে পায়। এরপর তারা চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে বাকপ্রতিবন্ধী গৃহবধূর মরদেi উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com