1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:৫৩ অপরাহ্ন

বরিশালসহ সারাদেশে ইবাদত-বন্দেগিতে শবে বরাত পালিত

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৮ Time View

ইবাদত-বন্দেগিতে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যার পর বরিশালের মসজিদগুলোতে মুসল্লিরা ভিড় জমাতে থাকেন। এ রাতের মহিমা তুলে ধরে ইমাম-খতিবরা মসজিদগুলোতে বয়ান করতে থাকেন।

এ রাতে মৃতদের রুহের মাগফেরাত কামনায় নগরীর মুসলিম গোরস্থান সহ কবরস্থানগুলোতেও সন্ধ্যার পর মানুষের ঢল নেমেছে। এ বরকতময় রাতের উছিলায় মৃত প্রিয়জনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন তারা।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য ওয়াজ করেন মসজিদগুলোর খতিব ও ইমামগণ।

কয়েক হাজার মুসুল্লিদের উপস্থিতিতে রাত ১টায় গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাত সোয়া ৩ টায় তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে ওয়াজ করেন বিভিন্ন মসজিদের ইমামগণ।

ভোর সাড়ে ৫টায় বিভিন্ন মসজিদে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মধ্য শাবানের এ রাত অনেকই মসজিদ কিংবা বাসায় ইবাদত বন্দেগী করে পার করে দিয়েছেন। কেউ নফল নামাজ পড়ছেন, কেউ আল্লাহর জিকিরে মশগুল। কেউ বা কুরআন তিলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ঈমানদার মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন।

এদিকে মুসল্লিদের আনাগোনাকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদের সামনে ভিক্ষুকদের ভিড় দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com