1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন

গুলিস্তানে বিস্ফোরণ: নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৭ Time View

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ হস্তান্তরের সময় প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে দিচ্ছে জেলা প্রশাসন।

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে ঘটা এ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন নর্থসাউথ সড়কের দুই পাশেই যান চলাচল করছিল। সদরঘাট থেকে গুলিস্তানগামী এ সড়ক ঢাকা মহানগরীর অন্যতম ব্যস্ত সড়ক। বিস্ফোরণের পর সড়কের বিভিন্ন অংশে রক্তাক্ত অবস্থায় অনেক মানুষ পড়েছিলেন। তাদের অধিকাংশই তখন সড়ক দিয়ে চলাচল করছিলেন। তাদের কেউ বাসের যাত্রী, কেউ রিকশা-ভ্যানে যাচ্ছিলেন। আবার কেউ কেউ ছিলেন পথচারী। কেউ কেউ দোকানে এসেছিলেন কেনাকাটা করতে।

বিস্ফোরণের এ ঘটনায় নিহত ১৯ জনের মধ্যে একজন ছাড়া বাকি সবাই ঘটনাস্থলেই মারা যান। তাদের বেশিরভাগকেই বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মৃত বের করে আনা হয়েছে। বিধ্বস্ত ওই সাততলা ভবনের বেজমেন্টে এখনো ঢুকতে পারেননি উদ্ধারকর্মীরা। সেখানে আরও মানুষ আটক থাকতে পারেন বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আশঙ্কা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com