এস এম নওরোজ হীরা ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বরিশাল আন্ত মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে গত ৫ই মার্চ বরিশাল নগরীর নবগ্রোম রোডে নিঃসর্গ পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ভ্রমণ মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের কোন কমতি ছিল না। হাড়িভাঙ্গা, মহিলা অতিথিদের বালিশ বদল, রাফেল ড্র সবকিছুই ছিল চমৎকার।
আনন্দ ভ্রমণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃ মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক মোঃ হাসান মাহমুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ত মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম মিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং রায় পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ শাহরিয়ার বাবু, এস, এ টিভির বরিশাল ব্যুরো প্রধান মুজিব ফয়সাল, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও 10 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রীও কমিশনার পদপ্রার্থী নাজমুন নাহার লাকি, পিরোজপুরের অ্যাডভোকেট জসীমউদ্দীন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ত মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার বরিশাল জেলা কমিটির সভাপতি আল আমিন গাজী, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক তাজনি মুন রিশাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্ত মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের যুগ্ম মহাসচিব ও বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি সাদা মনের মানুষ মোঃ মাসুম বিল্লাহ। কথার ফুলজুরি দিয়ে অনুষ্ঠান পরিচালনা করেন আন্ত মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এস এম নওরোজ হীরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পরিবর্তন পত্রিকার বার্তা সম্পাদক হেলাল উদ্দিন, সাংবাদিক উত্তম মিস্ত্রি, সাংবাদিক রবিউল ইসলাম, সাংবাদিক শিরিন আক্তার, আন্ত মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কাউখালী উপজেলার সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মীর জিয়া, সাংবাদিক শেখ মৌসুমী, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক রাহাতুল ইসলাম, আন্ত মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নলসিটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক ।
দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর বিকেল সাড়ে তিনটায় মহিলা অতিথিদের মিউজিকের তালে তালে বালিশ বদল খেলা শুরু হয়। এতে প্রথম স্থান অধিকার করেন মিসেস দিনা, দ্বিতীয় স্থান অধিকার করেন মিসেস রিশাদ, এবং তৃতীয় স্থান অধিকার করেন কাউখালীর সাংবাদিক শেখ মৌসুমী । অন্ধ সেজে হাড়ি ভাঙ্গায় প্রথম স্থান অধিকার করেন নল সিটির সাংবাদিক। অন্ধসেজে হাড়ি ভাঙতে গিয়ে ব্যর্থতার পরিচয় দেন আন্ত মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক এস এম নওরোজ হীরা , বরিশাল জেলা কমিটির সভাপতি আল আমিন গাজী, সাধারণ সম্পাদক তাজনিমুন রিশাদ। অবিশ্বাস্য হলেও সত্য কমিটির সভাপতি মাসুম বিল্লাহর সহধর্মিনী , সাধারণ সম্পাদক এসএম নওরোজ হীরার সহধর্মিনী এবং জেলা কমিটির সাধারন সম্পাদক তাজনিমুন রিশাদ এর সহধর্মিনী অন্ধ সেজে হাড়ি ভেঙে সকলের দৃষ্টি আকর্ষণ করেন । রাফেল ড্র পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মোঃ হাসান মাহমুদ । বরিশাল জেলা কমিটির সভাপতি আল আমিন গাজীর সহধর্মিনী সৌজন্য পুরস্কার লাভ করেন । কাউখালীর শিশু নৃত্য শিল্পী মাইশা বরিশালের তিনজন শিশু জান্নাতুল ফেরদৌস, আশিক বিল্লাহ ও রোহান নৃত্য পরিবেশন করে। তাদেরকে ও পুরস্কৃত করা হয় । আন্ত মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা বরিশাল বিভাগীয় কমিটির পক্ষ থেকে আট জনকে সাম্মামনা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয় । আন্ত মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার বরিশাল বিভাগীয় কমিটির মহিলা সম্পাদিকা শিরীন আক্তারের নাচ এবং সাংবাদিক উত্তম মিস্ত্রির নাচ ছিল খুবই আকর্ষণীয়।