ডেক্স রিপোর্টঃ
বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে মসজিদ নির্মাণ করতে গেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আইয়ুব আলীর দায়ের কোপে অপর ছোট ভাই বাচ্চু খান (৪৩)আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত বাচ্চুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সারে ১০ টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রাবাস সংলগ্ন এলাকায়। বাকেরগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার মৃত ছত্তার খানের ছোট ছেলে মাছুম খান ৭ নং ওয়ার্ডে পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির মধ্যে ২ দশমিক ৬২ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফ করে দেয়। ছত্তার খানের সেঝ ছেলে সাবেক সেনা সদস্য আইয়ুব আলী খান উক্ত জমির মালিকানা দাবি করে আসছে। ঘটনার দিন মাছুম খান ও তার আপন চাচাতো ভাই বাচ্চু খান উক্ত জমিতে মসজিদ নির্মাণ করতে গেলে আয়ুব আলী খান, তার স্ত্রী- মেয়ে সহ অজ্ঞাত কয়েকজন মাছুম ও বাচ্চুর উপর উপর্যুপরি হামলা চালায়। এসময় আইয়ুব আলী খান তার হাতে থাকা দা দিয়ে বাচ্চু খানকে কোপ দিলে সে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় লোকজন এসে বাচ্চুকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাছুম খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এস আই মাহমুদুল হাসানের কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন এবং তদন্ত কার্যক্রম চলমান বলে জানিয়েছেন।