জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া আরান দাসের বাড়িতে সকাল ৯ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে, পরিবারের সদস্যরা কেউ বাড়িতে না থাকায় ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে অনুমান ১৫ লক্ষাধিক টাকার আসবাবপত্র ও অন্য অন্য মালামাল পুড়ে সাই হয়ে গেছে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায় ঘরের পিছন দিক থেকে দক্ষিণ – পূর্ব সাইডে থেকে প্রথম আগুনের সূত্র পরবর্তীতে পাতা ও লাকড়ির পাশাপাশি গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ সংযোগ সব মিলিয়ে স্থানীয়দের পক্ষে ঝুঁকি নিয়ে এগিয়ে যাওয়ার মতো কেউ সাহস করেনি, এক বাড়িতে এক ঘর ও বাড়িতে কেউ না থাকায় তারা দ্রুত বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে খবর দেন তারা এসো দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন তারমধ্যে সব কিছু পুড়ে সাই হয়ে যায়, মরহুম আরান দাসের বড় ছেলে নিহত রাম কৃষ্ণর পরিবার, মেঝ ছেলে গ্রীস প্রবাসী জীবন কৃষ্ণর পরিবার ও ছোট ছেলে কলজ শিক্ষক পরিবার একই সাথে বসবাস করতো তিন পরিবারের কেউ এ ঘটনার সময় বাড়িতে ছিলনা। কি করে আগুনের সূত্র এ বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নজরদারিতে রয়েছে, ঘটনা স্থলে থানা পুলিশের একটি দল অবস্থান করছেন। পরিবারিক সদস্যর সাথে কথা বলে পরবর্তী বিষয় টি নিশ্চিত করবেন।