সাভারের হেমায়েতপুরে পরিবহন ব্যবসায়ী সাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম ফয়সালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি।
গ্রেফতাররা হলেন- সাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম ফয়সাল (২৮), তার বাবা মো. কিয়ামুদ্দিন (৫৫) ও তাদের সহযোগী মো. রিপন (২৫)।
মোহাম্মদ আবদুল্লাহিল কাফি জানান, হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল সম্পর্কে নিহত সাহাবুদ্দিনের সৎ ভাগিনা। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে ১৮ ফেব্রুয়ারি ইসলাম ফয়সাল তার সহযোগীদের নিয়ে সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার চারদিন পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার মৃত্যু হয়।
এরপর আসামিরা গা ডাকা দিয়ে দেশ ছাড়ার চেষ্টা চালায়। বিষয়টি পুলিশ জানতে পেরে মঙ্গলবার রাতে রাজধানীর একটি মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি।