মোঃ শাকিল হাওলাদার-
দেশ ব্যাপি বিএনপি-জামাত জোটের নৈরাজ্যর প্রতিবাদে আগৈলঝাড়ায় আওয়ামী যুবলীগের একযোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে দেশ ব্যাপি বিএনপি-জামাত জোটসহ স্বাধীনতা বিরোধীরা দেশে কোন ধরনের নাশকতা, মিথ্যাচার ও নৈরাজ্য করতে না পারে সে লক্ষে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে একযোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাকাল ইউনিয়নের পয়সারহাট বাসষ্ট্যান্ড প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নয়ন বৈষ্ণব ভোলার সভাপতিত্বে প্রধান অতিখি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। এসময় আরও বক্তব্য রাখেন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ সিকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম পাইক, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইক। রাজিহার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জগদীশ ভক্তের সভাপতিত্বে বাশাইল বাজার স্ট্যান্ডে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিন সরদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার,
ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি বি এম মনিরুল ইসলাম মন্নান ভূইয়া,সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার। বাগধা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কমল বিশ্বাসের সভাপতিত্বে বাগধা তালবাড়ি ষ্ট্যান্ডে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারন সম্পাদক বজলুর রহমান হাওলাদার প্রমুখ। গৈলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পলাশ গাজীর সভাপতিত্বে গৈলা রথখোলা বাসষ্ট্যান্ডে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আকন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি বরুন কুমার বাড়ৈ, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম প্রমুখ। রত্নপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু সাইদ নুরউদ্দিনের সভাপতিত্বে সাহেবেরহাট ত্রিমুখী ষ্ট্যান্ডে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ কাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক কবির হাওলাদার প্রমুখ। শান্তি সমাবেশে আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত তার বক্তব্যে বলেন আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামাতসহ স্বাধীনতা বিরোধীদের মোকাবেলায় অতন্দ্র প্রহরী হিসেবে মাঠে থাকবে আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করেই ঘরে ফিরবে আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে বিএনপির প্রত্যেকটা অপকর্মের ঐক্যবদ্ধভাবে জবাব দেবে আওয়ামী লীগ।উল্লেখিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়াও স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানগন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকগনসহ উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে পুণঃরায় সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠেয় শান্তি সমাবেশে বক্তারা বিএনপি-জামাত জোটের ক্ষমতামলে দেশ ব্যাপি হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, জেল-জুলুম, শারীরিক ও মানুষিক নির্যাতনের নির্মম কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।