ডেক্স রিপোর্ট
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া বাজার সংলগ্ন সড়কে রবিবার সকালে কাঠালিয়া নাগরিক ফোরাম, গ্রামবাসী ও শিক্ষার্থীদের উদ্যোগে পশ্চিম বাঁশবুনিয়া বসন্ত মিস্ত্রির বাড়ি হতে পশ্চিম বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভায়া বাঁশবুনিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক পাকাকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি বাদল হাওলাদের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন যাবত বর্ণিত এলাকার কাঁচা সড়কটি ভাঙ্গার কারণে বর্ষা মৌসুমে সড়ক দিয়ে যানবাহন ও পায়ে হেঁটে চলাচল অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। তারা জনগণের দুর্ভোগ লাঘবে উক্ত সড়ক দ্রুত পাকাকরণে এলজিইডি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।