1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন

অ্যাডিশনাল ডিআইজির বাবাকে জিম্মি করে ডাকাতি

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২ Time View

গাজীপুরে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) আবদুল জলিলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে এ কর্মকর্তার বাবাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। অ্যাডিশনাল ডিআইজি আবদুল জলিল সিলেটে কর্মরত আছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

অ্যাডিশনাল ডিআইজি আব্দুল জলিলের বাবা আব্দুল বাতেন বলেন, রাত পৌনে দুইটার দিকে কালো পোশাক পরিহিত মুখোশধারী ১০ থেকে ১৫ জনের একদল ডাকাত বাড়ির প্রধান গেট টপকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতদের সবার হাতেই ধারালো অস্ত্র ছিল। তাদের পরনে কালো রঙের গেঞ্জি, কালো রঙের শার্ট-প্যান্ট ছিল।

তিনি বলেন, ডাকাতরা ঘরে ঢুকেই দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাকে কয়েকজন ঘিরে রাখে। অন্যরা ঘরে থাকা নগর টাকা স্বর্ণালঙ্কার ও ছেলের দুই সেট পুলিশের ইউনিফর্ম, চার ভরি সোনা ও এক লাখের চেয়ে কিছু বেশি নগদ টাকা নিয়ে গেছে। ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে। পরে তার চিৎকারে আশপাশের অনেক লোকজন জড়ো হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ আসে।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল গিয়েছি। ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডাকাতদের গ্রেফতারের জন্য একাধিক টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com