1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন

সুইডেনের যে অস্ত্র শক্তিশালী করবে ইউক্রেনকে

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩ Time View

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। যুদ্ধের বর্ষপূর্তির আগে ব্যাপক পরিসরে হামলা চালিয়ে দেশটির বাখমুত শহরের দখল নেওয়ার চেষ্টা করছে মস্কো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরের দখল নিতে পারলে আশপাশের আরও কিছু শহর সহজে চলে আসবে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। ইউক্রেনও প্রাণপণ চেষ্টা করছে, যাতে বাখমুত হাতছাড়া না হয়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত অস্ত্র সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইতোমধ্যে ইউক্রেনকে যেসব অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত সরবরাহ করা উচিত।

পরিপ্রেক্ষিতে সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেছেন, স্টকহোম খুব দ্রুতই ইউক্রেনকে প্রতিশ্রুত অস্ত্র পাঠাবে। এর মধ্যে রয়েছে ভয়ঙ্কর আর্চার আর্টিলারি ক্যানন। তবে তিনি বলেন, ভবিষ্যতে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে নিজের প্রয়োজনের কথা চিন্তা করবে স্টকহোম। কারণ তার দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার চেষ্টা করছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে সুইডিশ প্রধানমন্ত্রী বলেন, তার দেশ ইউক্রেনকে আর্চার হাউইটজার, ৫১ ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল এবং অ্যান্টি-ট্যাংক অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একত্রে এসব অস্ত্র চলমান যুদ্ধের ময়দানে ইউক্রেনকে গুরুত্বপূর্ণ বাড়তি শক্তি দেবে।

ইউক্রেন যখন দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার নতুন হামলার মোকাবিলায় নিজেদের ভূখণ্ড আঁকড়ে ধরে রেখেছে, তখন গত মাসে সর্বশেষ এই অস্ত্রের প্যাকেজ ঘোষণা করে সুইডেন, যা  উল্ফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম ঘোষণা। 

প্রসঙ্গত, ট্রাকে স্থাপন করা আর্চার হলো একটি ‘শুট অ্যান্ড স্কুট’ (দ্রুত সময়ে গুলি করতে পারা)  অস্ত্র, যা দ্রুত পর পর তিন রাউন্ড গুলি করতে সক্ষম। সেই সঙ্গে  প্রথম শেল তার লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে আবারও গুলি চালাতে পারে৷ এসব অস্ত্র যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফরাসি অস্ত্রের সঙ্গে যুক্ত হলে ইউক্রেন রুশ বাহিনীর মোকাবিলায় বাড়তি শক্তি পাবে বলে মনে করা হচ্ছে।  

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com