1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৪০ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপে শিডিউল গ্রুপ কল করবেন যেভাবে

  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮ Time View

গ্রুপ কল শিডিউলের সুবিধা আসছে বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। শিগ্গির ব্যবহারকারীরা এ সুবিধা উপভোগ করতে পারবেন। যা ব্যবহার করা যাবে প্রফেশনাল মিটিংয়ের ক্ষেত্রেও। অফিসের মিটিংয়ের জন্য এখনো জুম বা গুগল মিটের সাহায্য নিতে হয়। ব্যবহারকারীদের সুবিধার্থে এখন থেকে গ্রুপ কলও শিডিউল করা যাবে। তবে জুম বা গুগল মিটের মতোই কল রেকর্ডিংয়ের সুবিধা থাকছে না হোয়াটসঅ্যাপের গ্রুপ কলেও।

যেভাবে হোয়াটসঅ্যাপে শিডিউল ভিডিও কল করবেন-

সম্প্রতি এ সংক্রান্ত একটি স্ক্রিনশট শেয়ার করেছে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো। সেখানে ধাপে ধাপে শেয়ার করা হয়েছে কল শিডিউলের পুরো প্রক্রিয়া। আসুন, দেখে নেওয়া যাক কল শিডিউলিংয়ের পদ্ধতি।

হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে কল বাটনে ক্লিক করতে হবে। এরপর একটি কল শিডিউলিংয়ের অপশন দেখতে পাবেন ইউজার। শিডিউল কল অপশনটিতে ক্লিক করতে না করতেই একাধিক অপশন খুলে যাবে। সেখানে গিয়ে গ্রুপ কলের টাইম এবং টাইটেল অ্যাড করতে হবে আপনাকে। সব ডিটেইল এন্টার করে ক্রিয়েট অপশনে ক্লিক করুন। একবার কল শিডিউল হয়ে গেলেই হোয়াটসঅ্যাপ মিটিংয়ের কল অ্যালার্ট পৌঁছে যাবে গ্রুপে। কল স্টার্ট হলেও আলাদা করে নোটিফিকেশন পাবেন ইউজাররা, যাতে কোনো কারণে মিটিংটি মিস না হয়ে যায় তার।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com