“ভালবাসা চাই, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না” শ্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে। ভালোবাসা দিবসে এমন বিক্ষোভ মিছিল করেছে পবিপ্রবি সিঙ্গেল এসোসিয়শনের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে পবিপ্রবির টিএসসি চত্বর থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে খেলার মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল এসোসিয়েশন সভাপতি সিহাব বুখারী, উপদেষ্টা সুমাইয়া, সদস্য ফজলে রাব্বি, সাব্বির আহমেদ সৌরভ প্রমুখ।
এসময় তারা বলেন, ভালোবাসা দিবসের নামে অশ্লীলতায় আমরা বিশ্বাস করি না। আমরা ক্যাম্পাসে ভালোবাসা দিবসের নামে অশ্লীলতার বিরুদ্ধে লড়ছি। আমাদের ডাকে পবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের সব সিঙ্গেল এক হয়েছে।