ঝালকাঠিতে বিএনপির ইউনিয়ন পর্যায়ে গণপদযাত্রায় পুলিশের বাধা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার থেকে গণপদযাত্রা বের করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের দিকে যাওয়ার পথে পুলিশ এসে বাধা দেয়। পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
এদিকে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের মালিবাড়ি ব্রিজ এলাকা থেকে গণপদযাত্রা বের করে ইউনিয়ন বিএনপি। এসময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান কবির, যুগ্ম সম্পাদক শেখ লাভলু ও কৃষক দলের নেতা লুৎফর রহমান মোল্লাসহ ৯ জন আহত হয়।
অপর দিকে সদর উপজেলার কেওড়া ইউনিয়নেও বিএনপির পদযাত্রায় হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কেওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাহাতাব হোসেন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর চারজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব মো. শাহাদাৎ হোসেন জানান, জেলার ৩২টি ইউনিয়নেই বিএনপির গণপদযাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও পুলিশ হামলা করেছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছে।