ডেক্স রিপোর্টঃ
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা তেঁতুল বাড়িয়া স্কুল, মাঠ চত্বরে বুধবার বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রানাপাশা ইউনিয়ন শাখা’র আয়োজনে সংগঠনের ইউনিয়ন সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান , সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রানাপাশা ইউনিয়ন এবং সম্মেলনে সভাপতিত্ব করেন মুহাম্মদ জামাল হোসেন , সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রানাপাশা ইউনিয়ন শাখা, নলছিটি, ঝালকাঠি।
সম্মেলনে নেতৃবৃন্দ সমসাময়িক রাজনীতি, বেকারত্ব, মাদক ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে বক্তব্য প্রদান করেন। এছাড়া, সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।
সম্মেলনের শেষভাগে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে মুহাম্মদ জামাল হোসেন , মুহাম্মদ অাব্দল্লাহ ও হাফেজ অাঃ কাইয়ুম ‘কে যথাক্রমে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট রানাপাশা ইউনিয়নের আংশিক কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।