1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন

বাকেরগঞ্জে জমি দখল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা বিভিন্ন মহলের নিন্দা,

  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩২ Time View

ডেস্ক রিপোর্ট ///

বাকেরগঞ্জ বোয়ালিয়ায় ডলি ও তুষার বাহিনীর তান্ডব, বহিরাগত মাস্তান নিয়ে আঃ রব আকনের বোয়ালিয়া ১৫০ মৌজায় ২৫০ খতিয়ানের ৪২১/৪২২ দাগের জমিতে জোর দখল নিয়ে বাউন্ডারি করার চেষ্টা করে, এ বিষয় থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ একাধিক বার কাজ বন্ধ রাখতে বললেও, অজ্ঞাত কারণে ভারাটিয়া মাস্তান নিয়ে কাজ চালিয়ে যান। অবশেষে নিরুপায় হয়ে অসহায় আঃ রব আকন বরিশাল কোর্টে ১৪৪/১৪৫ ধারায় অভিযোগ করলে ম্যাজিস্ট্রেট শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জোরপূর্বক কাজ করা বন্ধ রাখতে ওসিকে আদেশ দেন। এতে কাজ বন্ধ রাখতে থানা থেকে জোড়ালো ব্যাবস্থা নিলে কাজ করতে না পেরে দূস্যরানী ডলি বেগম ও তার ভাই তুষার বরিশাল কোর্টে মন গড়া অভিযোগ দিয়েই ক্ষ্যান্ত হয়নি অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে কোনো প্রকার তদন্ত ছাড়াই আঃ রব আকনের ছেলে সাংবাদিক জাহিদুল ইসলামের নামে কোর্ট থেকে মামলা বের করে ওসিকে আইনগত ব্যবস্থা নিতে আদেশ করেন। এমন ঘটনায় হতবাক সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনার বিষয় খোঁজ নিতে শুরু করে একই সাথে এমন নেক্কার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, ঘটনার সুস্থ তদন্ত ও তদন্তের দাবি জানিয়েছেন। তারা আরো জানান জাহিদুল ইসলাম একজন পেশাদার সাংবাদিক হিসেবে অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বহু নিউজ করে অনেক অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দিয়েছেন। তার সৃজনশীল লেখায় ফুটে উঠেছে চিত্তাকর্ষক বিষয়, সাদাকে সাদা ও কালোকে কালো বলতে যেমন ধিদ্বা করেননি, তেমনি কোনো অন্যায়ের কাছে নত হবার ও রেকর্ড নেই। যে কারণে আপোষহীন সাংবাদিক হিসেবে এরইমধ্যে নিজের অবস্থান সুসংহত করছেন। জমি দখল বিষয় তিনি জানান দাদা আফছের উদ্দিন আকনের রেখে যাওয়া সম্পত্তি কোনো ভাগ বন্টন ছাড়াই তার চাচাতো ভাই বোনদের লেখা পড়া ও বিদেশ যাওয়ার খরচ মেটাতে বিভিন্ন সময়ে বিক্রি করে নিয়েছে যা কিনা মোট সম্পত্তির অর্ধেকের ও বেশি। বাকি যা আছে তা নিয়ে আমাদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই নিজেদের মন গড়া প্ল্যান বাস্তবায়নে আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতেই অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে নানা দুরর্বিসন্ধিতে লিপ্ত হয়ে তাদের অবৈধ দখল বজায় রাখতে বাউন্ডারি করতে চেষ্টা চালাচ্ছে আর তাতে বাঁধা আসলে ক্ষিপ্ত হয়ে এমন মিথ্যা মামলা করছে বলে জানান। এ বিষয় তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকার্ষনের পাশাপাশি যথাযথ কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com