ডেক্স রিপোর্টঃ
ঝালকাঠি পৌর এলাকার কৃষ্ণকাঠী হোসাইনিয়া ফোরকানিয়া নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মাদ্রাসার প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কারী ইব্রাহিম খতিব মদিনা মসজিদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, মোঃ কামরুল ইসলাম তালুকদার রিমন সরকারি অধ্যাপক ঝালকাঠি সরকারি কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আলামিন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ঝালকাঠি পৌরসভা।
ক্রিয়া প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড শুরু হয় সকাল ৮:৩০ টায়।
অভিভাবকদের কুইক প্রতিযোগিতা শুরু হয় সকাল ১১:৩০ টায় । আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের পুরস্কার তুলে দেন। শিশুরা আমন্ত্রিত অতিথিদের হাত থেকে পুরস্কার নীতি পেরে আনন্দে আত্মহারা হয়ে উঠে।