নির্মান কাজ শেষ না হতেই হেলে পড়েছে পায়রা বন্দরের টিয়াখালী আবাসিক এলাকার প্রায় ১০০ ফুট দীর্ঘ একটি সীমানা সুরক্ষা দেয়াল। সোমবার সন্ধ্যায় বন্দরের আবাসিক ভবন এলাকা সংলগ্ন উত্তর পাশের ওই সুরক্ষা দেয়ালটির একটি অংশ হেলে গেছে। দেয়ালটি পাশের ছ-আনি স্লুইস খালের পাড় দিয়ে বহমান।
জানা গেছে, এবিএম ওয়াটার কোম্পানী নামের ঠিকাদারী প্রতিষ্ঠান সীমানা গাইড ওয়াল ও সাইট ডেভেলপমেন্টের কাজ করছে। এ কাজের চুক্তিমূল্য নির্ধান করা হয় ১১ কোটি টাকা। গত বছর এ কাজটি শুরু করে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। দুই তৃতীয়াংশ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে গতকাল ওই গাইড ওয়ালটির অংশ উত্তর দিকে হেলে গেছে।
বর্তমানে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বন্দরের কর্মকর্তাদের মধ্যে। ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানীর এজিএম আহসান কবির পারভেজ জানান, কী কারণে দেয়ালটি হেলে গেছে তা ইঞ্জিনিয়ারসহ পরিদর্শণ শেষে বলা যাবে। তবে পানির অতিরিক্ত ফ্লো এর কারণে এমনটি ঘটতে পারে কিংবা সি-টু পাইল করার সমস্যাও থাকতে পারে।
পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, বিষয়টি বন্দর চেয়ারম্যান মহোদয়কে অবহিত করা হয়েছে।