বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ,গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানো সহ ১০ দফা দাবী আদায়ের দাবীতে আগামী ৪ ফেব্রয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ গ্রহন ও সফল করার লক্ষে বরিশাল নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরন করেছে কেন্দ্রীয় ও স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) বেলা ১২টায় নগরীর হাসপাতাল ল-কলেজ প্রাঙ্গন থেকে লিফলেট বিতরন কার্যক্রম শুরু করে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু,বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রফিকুল ইসলাম জনি,বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক তারেক সোলাইমান,যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী,জেলা যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম রুবেল,যুগ্ম আহবায়কসাজ্জাদ হোসেন রুবেল,শামীম হোসেন,ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
হাসপাতাল সড়ক,জেলখানা মোড়,কালিবাড়ি হয়ে সদররোড বিএনপি দলীয় কার্যলয় এলাকা সহ বিভিন্নস্থানে লিফলেট বিতরন করা হয়।
এসময় লিফলেট বিতরনকালে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ পথচারিদের বলেন,বর্তমান সরকারের পদত্যাগ করা সহ নিরপক্ষ সরকারের অধিনে নির্বাচন করার মাধ্যমে সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
এছাড়া বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য চাল,ডাল,তেল,চিনি,বিদ্যুত ও গ্যাসের দাম কমিয়ে আনার আন্দোলনে সকলকে এগিয়ে এসে বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ গ্রহন করে এই অবৈধ সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।