1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন

পয়েন্ট টেবিলের শীর্ষে বরিশাল

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩০ Time View

সহজ জয়ের দিকে এগোতে থাকা ফরচুন বরিশাল হুট করেই হারতে বসেছিলো। তবে শেষ দিকে করিম জানাতের চার-ছক্কার বৃষ্টিতে ৩ উইকেটের জয় পায় দল। তাতেই সিলেট স্ট্রাইকার্সকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে আসে হাসানের দল। ম্যাচের শুরুতে নেমে ১৬৮ রান তুলে চট্টগ্রাম। জবাবে নেমে ৩ উইকেট ও ৪ বল হাতে রেখে জয় পায় বরিশাল।

রান তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ের উপহার দেন ফরচুন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়। কিন্তু যোগ সঙ্গী হিসেবে পাচ্ছিলেন না কাউকেই। ১০ রানে সাইফ, ২ রানে সাকিব, শূন্যরানে মাহমুউল্লাহ ও ৩ রানে ডি সিলভা সাজঘরে ফেরেন।

 

এদিকে আপনতালে খেলতে থাকা এনামুল হক বিজয় ৫০ বলে করেন ৭৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সুবিধা করতে পারেননি পরের উইকেটে খেলতে নামা ইফতেখার। আউট হন ২০ বলে ১৩ রানে।

এ সময় মনে হচ্ছিলো হেরেই যাবে বরিশাল। এমতাবস্থায় দলের হাল ধরে প্রতি আক্রমণে গিয়ে ঝড় তোলেন করিম জানাত। তাকে সঙ্গ দেন সালমান। দুজনের ২১ বলে ৫০ রানের জুটিতে বরিশাল পেয়ে যায় জয়। ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন করিম। সালমান ১৪ বলে ১৮ রান করেন।

এর আগে দলের হাল ধরে প্রতি আক্রমণে গিয়ে ঝড় তোলেন করিম জানাত। তাকে সঙ্গ দেন সালমান। দুজনের ২১ বলে ৫০ রানের জুটিতে বরিশাল পেয়ে যায় জয়। ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন করিম। সালমান ১৪ বলে ১৮ রান করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com