1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:০২ অপরাহ্ন

উন্নায়ন বঞ্চিত বাকেরগঞ্জ-৬ আসনে বিশ্বাস মুতিউর রহমান বাদশার জয় জয় কার!

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৪ Time View

নজরুল ইসলাম আলীমঃ

গোটা বাংলাদেশে যখন উন্নায়নের জোয়ার বইতেছিল ঠিক সেই সেই আগা বাকের খানের সৃতি বিজারিত বার আউলিয়াদের পূর্নভুমী যেখানে পর্দাপন করেছিল হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সেই পূর্ণভূমি আজও উন্নায়ন বঞ্চিত।কারণ হিসেবে দেখা গেছে বাকেরগঞ্জ-৬ আসনটিতে আশানুরুপ কোন উন্নায়নের ছোয়া লাগেনি। গত প্রায় ১৪ বছর যাবৎ উন্নায়ন থেকে সবচেয়ে পিছিয়ে ছিলো এ আসনটি। এলাকার উন্নায়নে গত ১০ বছরে সংসদ থাকা কালীন রুহুল আমিন ও তার স্ত্রী নাসরীন জাহান রত্না আমিনের ১৪ বছর যাবৎ থাকাকালীন আশানুরুপ কোন ভুমিকা না রাখায় বাকেরগঞ্জ উপজেলার মানুষ উন্নায়ন বঞ্চিত হয় বলে আভিযোগ খোদ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সূত্রে জানাযায় । সাবেক সংসদ আলহাজ্জ সৈয়দ মাসুদ রেজা ও বাকেরগঞ্জ প্রৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া পৌরসভায় দায়িত্ব নেওয়ার পর থেকে এই অবহেলিত পৌরসভাটি “গ” গ্রেট থেকে “খ” গ্রেটে তার একান্ত প্রচেষ্ট্রায় উন্নত করন করা হলেও উপজেলার ১৪ টি ও একটি পৌরসভায় রুহুল আমিন-রত্নার সময়কার উল্লেযোগ্য কোনো উন্নায়ন হয়নি। এতে করে সংসদীয় এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। এছাড়া প্রকল্পের অভাবে নেতাকর্মীরা কোনো কাজের টেন্ডার পাননি। এ ক্ষেত্রে বর্তমান সংসদ নাসরীন জাহান রত্নার উদাসীনতা ও উদ্যেগের অভাব ও উন্নায়নের বিষয়ে মনযোগী না হওয়াকেই দায়ী করছেন স্থানীয় নেতাকর্মিরা। বিষয়টিককে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যাবহার করে আগামি জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন বঞ্চিত বাকেরগঞ্জ উপজেলার দল-মত-নির্বিশেষে সর্বাস্তরের জনগন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত বিশ্বস্ত সিপাহশালার ও তৃণমূল থেকে বেড়ে ওঠা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনবান্ধব ও কর্মী বান্ধব বিশ্বাস মুতিউর রহমান বাদশাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দিলে জাতি-ধর্ম-বর্ণ ও দল-মত-নির্বিশেষে একজন নিঃস্বার্থ বন সমাজসেবক হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে এই আশা ব্যক্ত উন্নয়ন বঞ্চিত বাকেরগঞ্জ-৬ আসনের সর্বস্তরের জনগণের।কারণ হিসেবে জানা যায়,২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের মহিলা সংরক্ষিত আসনের সাবেক সাংসদ জনাবা পারভীন তালুকদারের স্বামী ফারুক তালুকদার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে সিদ্ধান্ত নেন স্বতন্ত্র থেকে সিংহ মার্কা নিয়ে নির্বাচনী মাঠ গরম করলেও শেষ পর্যন্ত মহাজোটের সিদ্ধান্তের কারণে তিনি নির্বাচনী মাঠ ছেড়ে কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দুই দম্পতি পাড়ি জমান ঢাকাতে।এরপরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অবস্থা নাজুক হলে তিনি তার সংসদীয় এলাকায় এসে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনেরকে নিয়ে দলকে চাঙ্গা করার জন্য নিরলসভাবে কাজ যাচ্ছেন। দলের এই ক্রান্তিকালে মধ্যে সারা বিশ্বের মতোও বাংলাদেশের জড়িয়ে পড়েন মরণঘাতী করোনাভাইরাস।তারমধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভালোবাসার টানে ছুটে আসেন সেই আগাবাকের খানের স্মৃতিবিজড়িত বার আউলিয়াদের পূণ্যভূমিতে। কেন্দ্রীয় যুবলীগের নেতা নিজের জীবনকে বাজি রেখে যখন কোন মানুষ লকডাউন এর কারণে দু’মুঠো খাবারের জন্য বাড়ি থেকে বের হতে পারছিল না ঠিক সেই সময় রাতের আধারে বিভিন্নভাবে বিভিন্ন উপায় চাল,ডাল, হ্যান্ড স্যানিটাইজার,মাক্স সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিলেন তার নিজস্ব অর্থায়ন থেকে।তার এসব কাজ সহ বিভিন্ন সাংগঠনিক দক্ষতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক পদে আসীন করেন। তারাই সাংগঠনিক কাজের পাশাপাশি প্রতিবছরপ শীতের সময় উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রতিবছর শীত বস্ত্র বিতরণ করা সহ বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসা, গ্রীজা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক অনুদান দিয়ে আসছেন।তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রশ্ন করলে তিনি জানান,আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কর্মীবান্ধব ও জনবান্ধব আওয়ামী লীগের প্রার্থী চাই।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com