1. mohib.bsl@gmail.com : admin :
  2. h.m.shahadat2010@gmail.com : Barisalerkhobor : Barisalerkhobor
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন

সাবেক ইউপি সদস্যের বাড়িতে মা-পুত্রবধূর মরদেহ, ছেলে পুলিশ হেফাজতে

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮ Time View

ডেক্স রিপোর্টঃ

বরিশালের বাবুগঞ্জে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে তার মা ও পুত্রবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দেলোয়ারের ছিলে সোলাইমান হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে হাসপাতালে ভর্তি দেলোয়ারের স্ত্রীকে নজরদারিতে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রহস্য উদঘাটনের জন্য তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেন বাবুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অলিউল ইসলাম। তিনি জানান, মামলা তদন্তের জন্য অনেককেই জিজ্ঞাসাবাদ করতে পারি। তারই অংশ হিসেবে দুপুর দেড়টার দিকে একজনকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে এসেছি।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিক বলেন, মনিরা বেগম নামে ভর্তি রোগীকে আমরা বিষক্রিয়ায় আক্রান্ত হিসেবে চিকিৎসা দিচ্ছি। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত। ওই রোগীর জ্ঞান ফিরেছে এবং যে কারো সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলতে পারছেন।

বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন মনিরা বেগমের সঙ্গে আমরা এখনো কথা বলতে পারিনি। চিকিৎসক সুস্থ বললে আমরা তার সঙ্গেও কথা বলবো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী মনিরা বেগমের ওখানে পুলিশ রাখা হয়েছে। তার সঙ্গেও আমরা কথা বলবো। দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি।  

এদিকে নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন মনিরা বেগম রহস্যজনক আচরণ করছেন। তিনি কখনো সংজ্ঞাহীন হয়ে থাকছেন আবার স্বাভাবিক আচরণ করছেন। তার সঙ্গে কথা বললে ঘটনার রহস্য পাওয়া যেতে পারে।

কর্মকর্তারা ঘটনার প্রাথমিক বর্ণনা দিয়ে বলেন, রাত ১১টার দিকে প্রতিবেশী এক নারী টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তখন তিনি বাড়ির মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির অবস্থান দেখতে পেয়ে ডাকাডাকি করেন। তবে ওই ব্যক্তি কোনো উত্তর না দিলে ওই নারী ঘরের ভেতর থেকে টর্চ লাইট আনতে যান। এসে ওই ব্যক্তিকে আর না পেয়ে নিজেদের গোয়ালঘরের দিকে যান। সেখানে গিয়ে গরুসহ সব কিছু ঠিকভাবে দেখতে পান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2023
Theme Customized By BreakingNews
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com