শেখ মুহাম্মাদ আবু জাফর
আজ ২৩ জানুয়ারি ২০২৩ খ্রি. সোমবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশায় ফসলি জমিতে পানি সেচ ও নির্গমনের জন্য নালার (ড্রেন) জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা সহ উপজেলা প্রশাসনের বেশ কয়েকজন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা জানান, চাঁদপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরজী কালিকাপুর গ্রামের আনুমানিক ৫০ একর ফসলি জমিতে ৩০ জন কৃষক পরিবার ৬০ বছর ধরে চাষাবাদের কাজ করে আসছে। ঐ ফসলি মাঠের আবদ্ধ পানি সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হালিমের বাড়ির পাশে একটি নালা দিয়ে বছরের পর বছর ধরে যায়। কিন্তু সে সেই নালা ভরাট করে ফেলায় ফসলি মাঠের আবাদী জমি জলাবদ্ধ হয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে। সেই জমিতে চাষাবাদ করতে না পেরে ৩০টি ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার লিখিত অভিযোগ দেয়। পরে উপজেলা কৃষি অফিসার, বিএডিসি’র সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্যান্যরা পরিদর্শন করেন এবং ভরাটকারী পরিবার ও কৃষকদের সঙ্গে কথা বলে নালাটি উদ্ধারের সিদ্ধান্ত গৃহীত হয়। নিয়মানুযায়ী জনস্বার্থে সোমবার নালাটি উদ্ধারে গেলে তাতে বাঁধা প্রদান করেন আব্দুল হালিমের পরিবারের সদস্যরা। এসময় তারা বহিরাগত কিছু লোক নিয়ে আমাদের উপরে হামলা করে। দলবদ্ধ লোকজন ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চকলেট বোমার বিস্ফোরণও ঘটায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোট ৯ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে দুই জনকে তিন মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া বহিরাগত বাকি ৭ জন শিক্ষার্থী হওয়ায় তাদের বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে চেয়ারম্যান ও পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
পাল্টা অভিযোগ করে সাবেক উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ইউনিয়ন নির্বাচনে বর্তমান ইউপি সদস্য মোসলে উদ্দিনের বিরোধীতা করায় তিনি আমার বাড়ির উপর দিয়ে ফসলী জমির পানি নিস্কাশনের নালা নির্মাণ করাচ্ছেন। আমি ক্রয়কৃত ও পৈত্রিক সূত্রে পাওয়া ৪২ শতক জমির ওপরে গত ৫ বছর আগে বাড়ি তৈরি করি। আমার বসত বাড়ির মধ্য দিয়ে নালা নির্মাণ না করে পাশের অব্যবহৃত জমির মধ্য দিয়ে ঐ পানি নিস্কাশনের ব্যবস্থা করা যায়। কিন্তু ইউপি সদস্যের ইন্ধনে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ভিটাবাড়ি নষ্ট করে নালা নির্মাণ করা হচ্ছে। আমি এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছি। মামলা বিচারাধীন থাকা অবস্থায় মেম্বারের কথামতো আজ আমাদের পরিবারের উপর নির্যাতন চালানো হয়েছে।