শহিদুল ইসলামঃ
রবিবার (২২ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার সময় এএসআই সোহেল রানা ও এএসআই ইব্রাহিম’র নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের এমপির বাজার থেকে গাঁজা বিক্রির সময় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী দুলাল জোমাদ্দার (৪০) কে আটক করেন।
গ্রেপ্তারকৃত দুলাল জোমাদ্দার উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের আজাহার জোমাদ্দারের পুত্র।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান সাংবাদিকদের জানান, মাদকের বিরুদ্ধে তার এ অভিযান সবসময় চলমান থাকবে। বাকেরগঞ্জ থেকে মাদক নির্মূলের জন্য যত প্রকার অভিযান পরিচালনা করা দরকার তিনি তা করবেন। প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে গিয়ে চিহ্নিত করে (মাদক ব্যবসায়ীর বাড়ি) সাইনবোর্ড টানিয়ে দেবেন।চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই শ্লোগানে তার অভিযান চলমান থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।