ডেক্স রিপোর্টঃ
_____
পটুয়াখালীতে ১৫শ’ পিস ইয়াবাসহ মো. জসিমউদ্দিন (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার দুমকি উপজেলার থানা গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জসীমউদ্দীন দুমকি থানার জলিসা গ্রামের দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।
রবিবার সন্ধায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পটুয়াখালী পুলিশ সুপার (অপরাধ ও প্রসাশন) আহমদ মাঈনুল হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পটুয়াখালীর দুমকি উপজেলার থানা এলাকাতে একজন মাদক পরিবহন করছে। আমরা সাথে সাথে ডিবি পুলিশ পাঠিয়ে জসিম উদ্দিন নামের একজনকে আটক করে তার দেহ তল্লাশি করে পাঁচটি ছোট ছোট প্যাকেটে প্রতিটিতে ৩শ’ পিস করে মোট ১৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামির নামে দুমকি থানাতে একটি মাদক মামলা করা হবে। মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার আছি। এ কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।